জয়পুরহাট চিনিকলের পুঞ্জীভূত লোকসান ৭৯৩ কোটি।  

0
20

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট চিনিকলের পুঞ্জীভূত লোকসান ৭৯৩ কোটি। মিল সূত্রে জানা গেছে, ১৯৬০ সালে জয়পুরহাট চিনিকল প্রতিষ্ঠিত হয়। ১৯৬৩-৬৪ সাল থেকে আখ মাড়াই মধ্য দিয়ে চিনি উৎপাদনের যাত্রা শুরু করেন দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকল। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার আওতাধীন এ মিলটি আখ মাড়াই মৌসুম শুরুর পর থেকে প্রায় ৩০ বছর লাভ-লোকসান মিলিয়ে হামাগুড়ি দিয়ে চললেও ১৯৯৪-৯৫ আখ মাড়াই মৌসুমের পর থেকে আর লাভের মুখ দেখেননি দেশের বৃহত্তর এই চিনি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকল। লাভের আশায় মিল কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখলেও প্রতি বছরই মিলটিকে গুনতে হচ্ছে লোকসান। ফলে এ পর্যন্ত পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৯৩ কোটি টাকা।

চিনিকল সূত্র জানায়, ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৩৭ হাজার ৪৭৫ মে: টন আখ মাড়াই হয়েছে।এতে ১ হাজার ১১৩ মে: টন চিনি উৎপাদন হয়েছে।এখনও মজুদ রয়েছে ৩৭০ মে: টন চিনি। ওই মৌসুমে ব্যাংক ঋণের সুদসহ চিনি উৎপাদনে প্রতি কেজিতে খরচ হয়েছে ৫২৭ টাকা। অন্যদিকে সুদ ছাড়া খরচ হয়েছে ৩৮১ টাকা। উৎপাদিত চিনি বাজারে বিক্রি করা হয়েছে ১২৫ টাকা কেজি দরে ।

সে হিসেব অনুযায়ী ১ কেজি চিনিতে লোকসান গুনতে হচ্ছে সুদসহ প্রায় ৪০২ টাকা আর সুদ ছাড়া ২৫৬ টাকা।সুদসহ প্রতি কেজি চিনিতে লোকসানের পরিমাণ বেশি। সবমিলিয়ে ওই মৌসুমে লোকসান হয়েছে প্রায় ৫৩ কোটি টাকা । ২০২২-২৩ মৌসুমে লোকসানের পরিমান ছিল ৬৯ কোটি টাকা।

এবার চলতি ২০২৪-২৫ মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখ চাষাবাদ হয়েছে। এসব জমি থেকে ৫০ হাজার মে: টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ২৫ মে:টন। চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম ৩৪ দিন চলবে বলে ধারনা করা যাচ্ছে ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো: আখলাছুর রহমান জানান, আগের তুলনায় দিনদিন আখের চাষাবাদ বাড়ছে। গত মৌসুমে ৭৩ লাখ ৬৬ হাজার টাকা চাষিদের ভর্তুকি দেওয়া হয়েছে। এ মৌসুমেও চাষিদের ভর্তুকি দেওয়া হবে। প্রতি মৌসুমে আখের দাম বৃদ্ধি পাচ্ছে।
গত মৌসুমে কুইন্টাল প্রতি ৫৫০ টাকা দরে আখ কেনা হলেও এবার ৬০০ টাকা দরে কেনা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, প্রায় ৭৯৩ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর-২০২৪) বিকাল থেকে জয়পুরহাট চিনিকলের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে।