বগুড়ায় ২০০ বোতল কেরু মদ ও ৪১০ বোতল চোলাই মদ ৬১০ বোতল মদ উদ্ধার

0
5

এইচ,এম নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:গত শুক্রবার দিবাগত রাতে, বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) র, অভিযানে শেরপুর উপজেলার শ্রীরামপুর এলাকায় পলাতক আসামী শ্রী হৃদয় বাসফোর (২৯), পিতা মৃত লালজি বাসফোর, সাং শ্রীরামপুর, শেরপুর, এর বসতবাড়ীর বসতঘরে অভিযান চালিয়ে, ২০০ বোতল কেরু এন্ড কোম্পানির Country Liquor মদ ৪১০ বোতল চোলাই মদসহ সর্বমোট ৬১০ বোতল মদ উদ্ধার করা হয়। আসামী হৃদয় বাসফোর এর বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
আসামীদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।